কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে আমরা আন্ডারডগ নই: ক্রোয়েশিয়ান কোচ
চার বারের দেখায় ব্রাজিলের বিপক্ষে কোনো জয় পায়নি ক্রোয়েশিয়া। সেলেসাওদের বিপক্ষে ক্রোয়াটদের সর্বোচ্চ সাফল্য ড্র। বিশ্বকাপে দুইবারের দেখায় প্রতিবারই হেরেছে ক্রোয়েশিয়া।
সাথে এবারের দলীয় পারফর্ম্যান্সেও ক্রোয়েশিয়া খুব একটা ভালো করছে না। বিপরীতে সেলেসাওদের দুরন্ত দশা। সেই দিকে খেয়াল রেখেই ক্রোয়েশিয়া এবারের ব্রাজিল দলকে সমীহ করছে। তবে সেই সাথে হুমকিও দিয়ে রেখেছে ক্রোয়েশিয়া।- এএফপি
দলটির কোচ লাতকো দালিচ বলেছেন আমরা ম্যাচের আগেই হার মেনে নিতে রাজি নই। আমরা আমাদের সক্ষমতা দিয়েই ব্রাজিলকে কাউন্টার দিতে চাই। আমরা তাদের বিপক্ষে ফুটবলটাই খেলতে চাই।
ক্রোয়েশিয়ার কোচ আরও বলেন, ব্রাজিল ফেভারিট। আপনি বলতে পারেন তাদের টিমের পরিবেশও যথেষ্ট ভালো। তাদের টপ ক্লাস ফুটবলার আছে, ইনজুরি থেকে নেইমার ফিরেছে।
দালিচের মতে, এটা ৫০-৫০ অবস্থাও নয় আবার আমরা বড় আন্ডারডগও নই।
এনবিএস/ওডে/সি