রোনালদোর দল ছাড়তে চাওয়ার খবর ভিত্তিহীন

শেষ ষোলোর ম্যাচে শুরুর একাদশে জায়গা না পাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছেন, বাতাসে ভাসছে এমন গুঞ্জন। ভিত্তিহীন বলে বিষয়টি উড়িয়ে দিয়েছে পর্তুগালের ফুটবল ফেডারেশন ।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ের গত মঙ্গলবার রোনালদোকে ছাড়াই একাদশ সাজান পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস। ৭৩তম মিনিটে বদলি হিসেবে নামার সুযোগ পান সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। ম্যাচে সুইসদের ৬-১ গোলে উড়িয়ে দেয় ইউরো ২০১৬ চ্যাম্পিয়নরা।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলস্কোরার একবার জালে বল পাঠান অফ সাইডের জন্য মেলেনি গোল। এরপর গত বুধবার রোনালদো নিয়ম ভেঙে দলের সঙ্গে অনুশীলন করেননি বলে গণমাধ্যমে খবর আসে। সুইজারল্যান্ড ম্যাচে শুরুর একাদশে সুযোগ না পাওয়া খেলোয়াড়দের অনুশীলনে ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের যোগ দেওয়ার কথা থাকলেও তিনি নাকি অনুপস্থিত ছিলেন।

মার্কা, মুন্দো দেপোর্তিভো, টিওয়াইসি স্পোর্টস সহ আরও কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুরুর একাদশের খেলোয়াড়দের সঙ্গে কেবল জিম করেন রোনালদো। এফপিএফ স্পষ্ট করে দিতে চায় যে, জাতীয় দলের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো কোনো সময়ই কাতারে জাতীয় দল ছাড়ার হুমকি দেননি।

এনবিএস/ওডে/সি

news