নেইমারকে নিয়ে সতর্ক ক্রোয়েশিয়ার কোচ

কাতার বিশ্বকাপে ব্রাজিলের দুটি রূপই দেখেছে ফুটবল দুনিয়া। সাম্বার ছন্দ তুলে দুরন্ত ফুটবল উপহার দিয়ে প্রতিপক্ষকে যেমন হারিয়েছে তারা তেমনি ছন্নছাড়া ফুটবল খেলে প্রথমবারের মতো আফ্রিকান কোনো দেশের কাছে বিশ্বকাপের মঞ্চে পরাজয়ের তিক্ত স্বাদও পেয়েছে। দুই রকম ব্রাজিলের মধ্যে পার্থক্য ছিলেন নেইমার। তিনি দলে থাকলে ব্রাজিলের রূপ এক। না থাকলে ভিন্নরূপের ব্রাজিলকে দেখা যায়। আজ এডুকেশন সিটি স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছেন নেইমাররা।

নেইমার প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে দারুণ খেলেছেন। ফুটবলের সাম্বা ছন্দ উপহার দিয়েছেন। দুই ম্যাচ বিরতির পর ফিরেও সেই একই ছন্দময় ফুটবল খেলেছেন তিনি। পেনাল্টি থেকে একটা গোলও করেছেন। দলকে খেলিয়েছেন। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দিয়েছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই একই নেইমারকে দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকরা। নেইমার মানেই ব্রাজিল নয়।

তার ব্যাপারে প্রতিপক্ষ দল ক্রোয়েশিয়ার কোচ দালিচ বলেছেন, নেইমার নিঃসন্দেহে একজন বড় মাপের ফুটবলার। তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। তবে ব্রাজিল দল মানে কেবল নেইমার নন। এই দলে আরও অনেক ভালো ভালো ফুটবলার আছেন। তাদের দিকেও আমাদের দৃষ্টি থাকতে হবে।

এনবিএস/ওডে/সি

news