বাংলাদেশের লক্ষ্য ভারতকে হোয়াইটওয়াশ করা
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই তৃতীয় ওয়ানডেতে চাইলেই পরখ করে নিতে পারে রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটারদের শক্তিমত্তা। কিন্ত সে পথে হাঁটছে না টাইগার টিম ম্যানেজমেন্ট। কারণ ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া করতে চায় না তারা।
বাংলাদেশের এবারের সাফল্য প্রথম কিছু নয়। কেনিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের মতো দলগুলোকে তো বটেই, প্রতিষ্ঠিত শক্তিগুলোর মধ্যে পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। কিন্তু ভারতের বিপক্ষে সেই স্বাদ এখনও মেলেনি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার সেই ক্ষুধা মেটাতেই নামবেন লিটনরা।
বাংলাদেশের প্রথম দুই ম্যাচের নায়ক ও এই সিরিজের বিস্ময় মেহেদী হাসান মিরাজ তো আগেই বলে দিয়েছেন, সিরিজ জিতলেও কোনো ছাড় তারা দেবেন না। অবশ্যই আমাদের জন্য সুযোগ আছে ভারতকে হোয়াইটওয়াশ করার। আরেকটা ম্যাচ জিতলে তো তিনটা জয় হবে। ক্রিকেট খেলায় সিরিজ জিতে গেলেই রিল্যাক্সড হওয়ার কিছু নেই। আমাদের জন্যে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।
সিরিজ হেরে যাওয়া ভারত শেষ ম্যাচে আরও ভঙ্গুর দলে পরিণত হয়েছে চোটের থাবায়। দ্বিতীয় ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পেয়ে সিরিজ শেষ হয়ে গেছে অধিনায়ক রোহিত শর্মার। শেষ ম্যাচে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। চোটের কারণে ছিটকে গেছেন দুই পেসার দিপক চাহার ও কুলদিপ সেনও।
সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ মানসিকভাবে এগিয়ে থাকবে আরও একটি দিক থেকে। ভারতের সঙ্গে বারবার কাছে গিয়ে হেরে যাওয়ার যে মানসিক বাধা, তা এবার কেটে গেছে। পরপর দুই ম্যাচে নাটকীয় জয়ের পর এখন মনস্তাত্ত্বিক কোনো পিছুটান আর নেই বলেই বিশ্বাস মিরাজের।
এনবিএস/ওডে/সি