ভারতকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ৪১০ রান
ভারতের জয়ের জন্য ৪১০ রানের বড় টার্গেট নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। নতুন অধিনায়ক লিটন দাস পড়েছেন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায়। আগের দিন তিনি ভারতকে হোয়াইটওয়াশ করার সম্ভাবনার কথাও বলেছিলেন।
ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে ফেলেছে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতলেই ভারতকে হোয়াইটওয়াশের লজ্জা দেবে টাইগাররা। তবে ম্যাচের অর্ধেক শেষ হওয়ার পর সেটা অবশ্য অসম্ভবই মনে হচ্ছে। কারণ ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে ৪১০ রান।
টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৪০৯ রান সংগ্রহ করেছে ভারত। দলীয় ১৫ রানে ওপেনার শিখর ধাওয়ানকে হারায় ভারত। ৮ বলে ৩ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি।
এরপর তৃতীয় উইকেটে ইশান কিশান ও বিরাট কোহলি গড়েন ২৯০ রানের জুটি। ১৩১ বলে ২১০ রান করে থামেন ইশান। তার ইনিংসে রয়েছে ১০টি ছক্কা ও ২৪টি চার। কোহলিও তুলে নেন ক্যারিয়ারের ৭২তম শতক। ৯১ বলে ১১৩ রান করে সাকিবের শিকার হন কোহলি।
এনবিএস/ওডে/সি