রেকর্ড ছোঁয়া নেইমারকে পেলের অভিনন্দন

 কোয়ার্টার ফাইনালে ছন্দময় এক আক্রমণ থেকে দৃষ্টিনন্দন এক গোল আদায় করেন নেইমার। ওই গোলে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা পেলেকে ছুঁয়ে ফেলেন তিনি। ব্রাজিলের জার্সিতে দুজনের গোলসংখ্যা সমান ৭৭টি। যদিও শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে অভিযান থেমে যায় পাঁচবারের চ্যাম্পিয়নদের।

পেলে শুক্রবার সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের বিছানায় শুয়ে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দেখেছেন। দলের হারে কষ্টও পেয়েছেন। তবে নেইমারের কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন পেলে। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, আমি তোমাকে বেড়ে উঠতে দেখেছি। তোমাকে প্রতিদিন উৎসাহ দেওয়ার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত তোমাকে অভিনন্দন জানানোর সুযোগ পেলাম।

ব্রাজিলের হয়ে আমার গোলসংখ্যা স্পর্শ করেছ তুমি। আমরা দুজনেই জানি এটা সংখ্যার থেকে অনেক বেশি কিছু। ক্রীড়াবিদ হিসেবে আমাদের আসল কাজ মানুষকে অনুপ্রাণিত করা। সতীর্থদের অনুপ্রাণিত করা। ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা। যারা আমাদের সুন্দর খেলাটাকে ভালোবাসেন, তাদের অনুপ্রাণিত করা।

পেলে আরও লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে ব্রাজিলের ফুটবলের জন্য এখন খুশির সময় নয় তবু তুমি সবসময়ের মতোই সবার কাছে অনুপ্রেরণা। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের উত্তরাধিকার যত বাড়বে, আমরা তত শিখবো। প্রায় ৫০ বছর আগে আমি রেকর্ডটা গড়েছিলাম। এত দিন কেউই আমার কাছাকাছি পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত তুমিই সেটা পারলে।


এনবিএস/ওডে/সি

news