ওয়েলিংটনে পরাজয় দিয়ে বাংলাদেশ নারী দলের ওয়ানডে সিরিজ শুরু

নিউজিল্যান্ডের নারীদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে জয়ের দেখা পাননি নিগার সুলতানারা। একদিনের সিরিজটাও শুরু হয়েছে হার দিয়ে। ওয়েলিংটনে প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশের নারীরা।

অধিনায়ক নিগার সুলতানার ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে ১৮০ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। নিগার খেলেন ৭৩ রানের একটি ইনিংস। ১৩৩ বলে যা সাজানো ছিল চারটি চার ও একটি ছক্কার সাহায্যে। এছাড়া শারমিন আক্তার ২৯, লতা মন্ডল ২২ ও রিতু মনি ১৫ রান করেন। আর কোনো ব্যাটারই পাননি দুই অংকের রানের দেখা, কিউই বোলারদের ওয়াইড বল প্রবণতার কারণে অতিরিক্ত হিসেবে এসেছে ২১ রান।

টাইগ্রেসদের দমিয়ে রাখেন জেস কার। মিডিয়াম পেস বোলারের বোলিং তোপে নড়বড়ে করে দেয় টাইগ্রেসদের। চারটি মেইডেনসহ ১০ ওভারে ২৩ রান দিয়ে শিকার করেছেন চার বাংলাদেশি ব্যাটারকে। ফ্রান জোনাস শিকার করেছেন একটি উইকেট।

রান তাড়ায় নেমে ১১৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় নিউজিল্যান্ড। দলের পক্ষে সুজি বেটস ৯৩ ও মেডি গ্রিন ৫৯ রান করেন। অধিনায়ক সুফি ডিভাইন করেন ২১ রান।

বিএস/ওডে/সি

news