সেমিতে মেসির খেলা নিয়ে শঙ্কা!
শুধু পারফরম্যান্সের বিচারে নয়, ঠান্ডা মেজাজের ফুটবলার হিসেবেও সর্বকালের সেরাদের একজনের মধ্যে থাকবেন লিওনেল মেসি। মাঠে ফাউলের শিকার হলেও বিস্ময়করভাবে নীরব থাকতে পারেন পিএসজি তারকা। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের রাতে মেজাজ হারিয়ে ফেলেছেন আর্জেন্টাইন তারকা।
ডাচদের বিরুদ্ধে ম্যাচে দেশটির কোচ ভ্যান গালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মেসি। এরপর সাক্ষাৎকার দিতে গিয়ে এক ডাচ ফুটবলারের সঙ্গে ঝগড়াও করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ধারণা করা হচ্ছে, এতে ফিফার শাস্তির মুখে পড়তে পারেন মেসি। তাতে তার সেমিফাইনালে খেলা না-ও হতে পারে।
ম্যাচের শেষ দিকে দুই দলের ফুটবলাররা দফায় দফায় ঝামেলায় জড়ান।
রেফারি একের পর এক হলুদ কার্ড দেখানোর কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুই দলের রিজার্ভ বেঞ্চের সদস্যরা একে অপরের বিরুদ্ধে ঝামেলায় জড়িয়ে পড়েন। তাদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়েছে। এসব ঘটনা পর্যবেক্ষণ করছে ফিফা। সংস্থাটি ১২ ও ১৬ অনুচ্ছেদ লঙ্ঘনের বিষয়ে তদন্ত শুরু করেছে। এই অনুচ্ছেদগুলোতে খেলোয়াড় ও কর্মকর্তাদের আচরণ এবং ম্যাচে শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বিএস/ওডে/সি


