তুমি এখনি অবসর নিও না, নেইমারকে পেলের অনুরোধ
ব্রাজিল কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় কষ্ট কষ্ট যেনো ভুলতে পারছেন না ব্রাজিলের ফুটবলাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন নেইমার। সমর্থকদের আশঙ্কা, যেকোনো সময় অবসরের ঘোষণাও দিয়ে দিতে পারেন এই তারকা। তবে, নেইমারকে এখনই অবসর না নেয়ার অনুরোধ জানিয়েছেন ফুটবল সম্রাট পেলে। এদিকে, তিতের পদত্যাগের পর নতুন কোচের সন্ধানে নামছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
হাজারও আশা বুকে বেঁধে বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। হেক্সা মিশনের লক্ষ্যে ফুটবলার, কোচ ও সার্পোটিং স্টাফসহ ৭০ জনের বহর নিয়ে কাতার গিয়েছিল তারা। কিন্তু, শিরোপার স্বপ্ন থেমেছে কোয়ার্টারের মঞ্চে। হেক্সা জয়ের জন্য সেলেসাওদের অপেক্ষা করতে হবে আরও অন্তত ৪ বছর।
এখনও তেমন কোনো ঘোষণা না দিলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। লিখেছেন, শিরোপা জেতার মতো দল ছিল তাদের। এমন হারে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন।
নেইমারের এমন পোস্টে ভক্তদের মনে তাকে নিয়ে নতুন করে শঙ্কা জেগেছে। একই শঙ্কা কিংবদন্তি পেলের মনেও। অসুস্থতার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া এই কিংবদন্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারকে নিয়ে পোস্ট দিয়েছেন। অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন অনুজকে। এখনই অবসরের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বানও জানিয়েছেন পেলে। বলেছেন, হলুদ জার্সিতে নেইমারের আরও অনেক কিছু দেওয়ার আছে।
এদিকে, বিদায়ের ইঙ্গিত দিয়েছেন আরেক তারকা থিয়াগো সিলভাও। খেলোয়াড় হিসেবে না হলেও ভবিষ্যতে অন্য কোনো ভূমিকায় দলকে সার্ভিস দিতে প্রস্তুত তিনি।
বিএস/ওডে/সি