দুই ম্যাচ পরই আমাদের কাক্সিক্ষত লক্ষ্য অর্জন হবে: করিম বেনজেমা

 বেশ কয়েকজন ফুটবলার ফ্রান্সের বিশ্বকাপ দলে নেই। তার পরেও দুরন্ত গতিতে ছুটছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দলটি।

এই পথচলায় ছিলেন না ব্যালন ডি’অর জেতা করিম বেনজেমাও। চোটের কারণে থাকেননি তিনি। দলে না থাকলেও ঠিকই শুভকামনা জানিয়ে রেখেছেন ফরাসি এই স্ট্রাইকার। বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। মাঠে নামার আগে দলকে শুভকামনা জানিয়ে বেনজেমা বলেন, আর দুইটি ম্যাচ বাকি, আমরা লক্ষ্যের খুব কাছে আছি... আমি তোমাদের সঙ্গেই আছি, এগিয়ে যাও।

বিতর্কিত এক বিষয়ের কারণে দীর্ঘ ছয় বছর জাতীয় দলের হয়ে খেলেননি বেনজেমা। তবে রিয়াল মাদ্রিদে দারুণ পারফরম্যান্স দেখিয়ে চলতি বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে দলে ফেরেন তিনি। এরপর জায়গা করে নেন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে। কিন্তু চোট সেখানে বাধা হয়ে দাঁড়ায়। অনুশীলনের সময় পাওয়া ঊরুর ইনজুরিতে থেকে যদিও ইতোমধ্যে সেরে ওঠেছেন তিনি। তবে এখনও ফেরা হয়নি জাতীয় দলে।

বিএস/ওডে/সি

news