কাতার বিশ্বকাপে আরও এক সাংবাদিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের মৃত্যুর দিন দুয়েক পেরোতে না পেরোতেই আরেকটি দুঃসংবাদ। বিশ্বকাপে দায়িত্ব পালন করার সময় আকস্মিক মৃত্যু হয়েছে কাতারি ফটোসাংবাদিক খালিদ আল মিসলামের।

মিসলাম কাতারি টেলিভিশন চ্যানেল আল কাস-এর হয়ে কাজ করছিলেন। গ্র্যান্ট ওয়াহলের মতোই তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

কাতারি পত্রিকা গালফ টাইমস টুইট করে আল মিসলামের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তারা লিখেছে, কাতারের সাংবাদিক আল মিসলাম বিশ্বকাপে পেশাগত দায়িত্ব পালনের সময় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এর আগে গত আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালীন আকস্মিক মৃত্যু হয় যুক্তরাষ্ট্রের সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের। তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটলের স্পোর্টস ইলাস্ট্রেটেডের সাংবাদিক ছিলেন।

বিএস/ওডে/সি

news