সাকিব ও শিশিরের দশম বিবাহবার্ষিকী
১২-১২-১২ যে তারিখটি প্রতি ১০০ বছরে আসে একবার। দশ বছর আগে এমন এক বিশেষ দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন সাকিব আল হাসান ও উম্মে আহম্মেদ শিশির। এক বছরের প্রেম শেষে রাজধানীর রূপসী বাংলা হোটেলে তাদের বিয়ে হয়।
সাকিব ও শিশিরের প্রথম পরিচয়ে হয়েছিল ফেসবুকে। এরপর সাকিব ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গেলে দুজনের প্রথম সাক্ষাৎ। সম্পর্ক জমে উঠতে আর সময় লাগেনি, দ্রুতই প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে। প্রেম থেকেই পরিণয়ে জীবনের ইনিংস শুরুটা হয়েছিল শতাব্দীর ১২তম বছরের ১২তম মাসের ১২ তারিখে। ২০২২ সালে এসে এই ইনিংস একাদশ বছরে পা রাখল। একে একে তাদের ঘর আলো করে আসে তিন সন্তান।
বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিবের সঙ্গে পরিচয়ের আগে ক্রিকেট সম্পর্কে ধারণা ছিল না শিশিরের। সাকিবের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি একটু একটু ক্রিকেট দেখা শুরু করেন। বর্তমানে তো রীতিমতো ক্রিকেটভক্ত হয়ে গেছেন শিশির। মাঝেমধ্যে সোশ্যাল সাইটে স্বামীর হয়ে ব্যাট ধরেন। দম্পতি হিসেবেও তারা দারুণ সফল। একে অন্যকে সবসময় সমর্থন দিয়ে যান।
আজ এই বিশেষ দিনে ফেসবুকে নিজেদের সাদা-কালো ছবি আপলোড করে সাকিব লিখেছেন, তুমি আমাকে এক দশকের অফুরন্ত ভালোবাসা, যত্ন, দয়া এবং ত্যাগের মধ্য দিয়ে জড়িয়ে রেখেছো। শুভ বিবাহবার্ষিকী।
বিএস/ওডে/সি


