ভারতীয় বোর্ডের চূড়ান্ত তালিকা প্রকাশ, আইপিএল নিলামে চার বাংলাদেশি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল ২০২৩ আসরের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেই তালিকায় স্থান পেয়েছেন চার বাংলাদেশি। প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ছেন দুজন।

মঙ্গলবার এই তালিকা প্রকাশ করা হয়। ৯৯১ জন ক্রিকেটার থেকে কাটছাঁট করে ৪০৫ জনের নাম প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় ৩৬৯ জন জায়গা পেলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে আরও ৩৬ জনের নাম যোগ করা হয়।

চার বাংলাদেশি হলেন- সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস ও আফিফ হোসেন। সাকিব ছাড়া আর কারও আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই। সাকিবের ভিত্তিমূল্য ২ কোটি ইন্ডিয়ান রুপি আর বাকি তিন জনের ৫০ লাখ রূপি করে। বাদ পড়া দুজন হলেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

৪০৫ জন ক্রিকেটারের মধ্যে ভারতীয় ক্রিকেটার হলেন ২৭৩ জন। আর বিদেশি ১৩২। যার মধ্যে চারজন সহযোগী দেশের। ১১৯ জন ক্রিকেটার আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন। আর বাকিদের এখনো অভিষেক হয়নি দেশের জার্সিতে।

ভারতীয় ২৭৩ জনের বিপরীতে মাত্র ৮৭ জন ক্রিকেটার নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর ১৩২ বিদেশি থেকে সুযোগ পাবেন মাত্র ৩০ জন। সর্বোচ্ছ ১৩ জন নিতে পারবে সানরাইজার্স হায়দরাবাদ। আর সর্বনিম্ন ৫ জন নেবে দিল্লি ক্যাপিটালস। এই ফ্র্যাঞ্চাইজি আগেই মোস্তাফিজুর রহমানকে দলে রেখে দিয়েছে। গতবারের মেগা নিলামে অধিকাংশ দলই গুছিয়ে নিয়েছিল। তাই এবারের সীমিত পরিসরের নিলামে খুম কম সংখ্যক ক্রিকেটার দল পাবেন।

বিএস/ওডে/সি

news