ফাইনাল আমরাই জিতব : ফ্রান্স প্রেসিডেন্ট
সেমিফাইনালে দুর্দান্ত লড়াই শেষে দারুণ জমজমাট লড়াই শেষে আফ্রিকার সিংহ মরক্কোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফ্রান্স।
ফ্রান্স ফুটবলের অন্যতম বড় সমর্থক দেশটির রাষ্ট্রপ্রধান। সেমিতে উঠলে গ্যালারিতে বসে সেটি দেখার কথা জানিয়েছিলেন তিনি। বুধবার পুরো ৯০ মিনিট গ্যালারি থেকে দেশের খেলা উপভোগ করেছেন ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। দল ফাইনালে উঠায় অন্য সবার মত নিজেও ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। ম্যাচ শেষে কোনো সংশয় ছাড়াই মাক্রোঁ জানিয়ে দিলেন, রোববার ফাইনাল জিততে চলেছেন তারা।
ম্যাক্রোঁ বলেন, দেশবাসীর সরল ও খাঁটি আনন্দের প্রয়োজন, খেলাধুলা তা প্রদান করে থাকে, বিশেষ করে ফুটবল। দেড় ঘণ্টা আগের সময়ের তুলনায় এখন খুব ভালো বোধ করছি আমি। বেশ কিছু জায়গায় ভুগেছিলাম তবে খুবই অসাধারণ এক দলকে খেলতে দেখলাম আমরা। সেজন্য আমাদের কোচ দিদিয়ের দেশম ও তার দলকে অনেক বড় ধন্যবাদ।
সবাই মুহূর্তটি উপভোগ করছে এবং রোববার আমরাই জিতব। আমি রোববারেও থাকব। রাষ্ট্র পরিচালনা করলেও দেশের ফুটবল নিয়ে বেশ খবর রাখেন ম্যাক্রোঁ। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম যে ফাইনালে গেলে হারেন না, সেটিও জানিয়ে দিলেন দেশটির প্রেসিডেন্ট।
বিএস/ওডে/সি


