সাংবাদিকের প্রশ্নে প্রায় কান্না করে দিয়েছিলেন মেসি
এক জীবনে বিশ্বকাপ ট্রফি ছাড়া সম্ভাব্য প্রায় সব শিরোপা জিতেছেন লিওনেল মেসি। দেশ আর্জেন্টিনাকে নিয়ে গেছেন সম্মানের সর্বোচ্চ শেখরে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দেশকে একটি বিশ্বকাপ ট্রফি এনে দিতে চান। ঘুচাতে চান দেশের হয়ে ৩৬ বছরের বিশ্বকাপ আক্ষেপ।
সেই স্বপ্ন জয়ের লক্ষ্যেই আগামী রোববার ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। স্বপ্নের সেই ফাইনালের আগে ক্রোয়েশিয়াকে হারানোর পর আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক সোফিয়া মার্টিনেজের কথায় আবেগআপ্লুত হয়েছেন মেসি। প্রায় কান্নাই করে দিচ্ছিলেন তিনি।
মেসির নেওয়া মার্টিনেজের সেই সাক্ষাৎকারটি এরইমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। টুইটারে ভিডিওটির একটি সংস্করণ ১.৪ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। এছাড়াও পুরো সাক্ষাৎকারের একটি ইউটিউব ক্লিপও এক মিলিয়নের বেশি দেখা হয়েছে। মূলত ওই সাক্ষাৎকারে মেসির প্রতি আর্জেন্টিনাসহ সারা বিশ্বের আবেগের কথায় শুনিয়ে ছিলেন ওই সাংবাদিক।
মার্টিনেজ বলেন, আমি আপনাকে একটি কথা বলতে চাই যা কোনো প্রশ্ন নয়। বিশ্বকাপ ফাইনাল আসছে এবং নিশ্চিত আমরা আর্জেন্টাইনরা সবাই কাপ জিততে চাই। আমি আপনাকে বলতে চাই যে, ফলাফল যাই হোক না কেন, এমন কিছু আছে যা কেউ আপনার কাছ থেকে নিতে পারে না। এটিই আপনি আর্জেন্টিনাবাসীদের সাথে প্রতিধ্বনি করেছেন।
তিনি আরো বলেন, এমন কোন বাচ্চা নেই যার কাছে আপনার দলের জার্সি নেই। সেই জার্সি নকল, আসল বা তৈরি করা, যাই হোক না কেন। সত্যিই, আপনি প্রত্যেকের জীবনে আপনার চিহ্ন তৈরি করেছেন। এটি আমার কাছে যে কোনও বিশ্বকাপ জয়ের উপরে। কেউ এটা আপনার কাছ থেকে নিতে পারবে না। আপনি অনেক মানুষকে আনন্দ দিয়েছেন। এই পরিমাণ সুখের জন্য আপনার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি আশা করি আপনি গুরুত্ব সহকারে এই কথাগুলি আপনার হৃদয়ে নেবেন। কারণ আমি সত্যিই বিশ্বাস করি, এটি বিশ্বকাপ জয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আপনি ইতিমধ্যেই এটি পেয়েছেন। তাই অধিনায়ক আপনাকে ধন্যবাদ।
সাংবাদিকের কথাগুলো অশ্রুসজল চোখে হাসি মুখে শুনছিলেন মেসি। মার্টিনেজের প্রশংসার জবাবেও সুন্দর প্রতিক্রিয়া দেখিয়েছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, আপনাকে অনেক ধন্যবাদ, সত্য যে আমি এটি অনুভব করেছি।
বিএস/ওডে/সি


