সারা বিশ্বের মত ব্রাজিলিয়ানরাও মেসির জন্য গলা ফাটিয়েছে: রোনালদো

বিদায়ের আগে লিওনেল মেসির হাতে একটি বিশ্বকাপ শিরোপা উঠুক। এটা যেন পুরো বিশ্বই একযোগে চেয়েছিলো এবার। দেড় থেকে দুই যুগ ধরে ফুটবল বিশ্বকে শুধু দিয়েই গেছেন মেসি, পাননি কিছুই। এবার যেন ফুটবলেরই তার কাছে ঋণ পরিশোধের পালা।

সারা বিশ্বের মত চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলিয়ানরা পর্যন্ত চেয়েছিলেন মেসি বিশ্বকাপ শিরোপাটা জিতুক। বিশ্বকাপের সেমিফাইনালেই দেখা গেছে মেসিদের গোলের সময় হাততালি দিচ্ছেন রোনালদো, রোনালদিনহো, রিভালদো, কাকা, কাফুদের মত কিংবদন্তি ফুটবলাররা।

মেসি বিশ্বকাপ জয়ের পর সম্ভবত সবার আগে তাকে অভিনন্দন জানিয়েছেন নেইমার। ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো নাজারিও’ও অভিনন্দন জানাতে ভোলেননি। যিনি ২০ বছর আগে জিতেছিলেন বিশ্বকাপ শিরোপা।

বিএস/ওডে/সি

news