আমরা আবার ফিরে আসব: কিলিয়ান এমবাপ্পে

 বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফাইনালে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এতেও দলকে টানা দ্বিতীয় শিরোপা এনে দিতে পারেননি প্যারিস সেন্ট জার্মেইর পিএসজি এই তারকা।

টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ফাইনাল শেষে লিওনেল মেসিকে নিয়ে যখন উদ্দাম আনন্দে মাতোয়ারা আর্জেন্টাইনরা, তখন মাঠের এক পাশে হাঁটু গেড়ে বসে কিলিয়ান এমবাপ্পে। তার চোখ ও মুখ আঁধার কালো। নিকষ কালো এই মুখাবয়ব দেখে কে বলবে তিনি মাত্রই হ্যাটট্রিক করে এসেছেন। আসলে দল জিতলে ব্যক্তিগত অর্জন রকর্ডকে তখন জঞ্জাল মনে হয়। তেমনি অবস্থা হয়েছে ২৪ পা দেওয়া ফরাসি এ তরুণের।

 আজ আবার তার জন্মদিন। এত যন্ত্রণাময় জন্মদিন নিশ্চিতভাবেই আসেনি তার জীবনে। এমবাপ্পে কাতারে এসেছিলেন চ্যাম্পিয়নের মুকুট পরে। সে মুকুট ছিনিয়ে নিয়ে গেছেন লিওনেল মেসি। তাই তো তাকে দেখে মনে হচ্ছিল, রাজ্যহারা কপর্দকশূন্য এক সম্রাট। তাকে এতটা হতাশায় নিমজ্জিত হতে দেখে ভিভিআইপি গ্যালারি থেকে মাঠে নেমে এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশের অন্যতম ফুটবল রত্নকে অভিভাবকের ন্যায় সান্ত্বনা দেন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চেও ফ্রান্সের প্রতিটি খেলোয়াড়কে আলিঙ্গন করে প্রবোধ দেন প্রেসিডেন্ট। অবশ্য মুকুট হারানোর বেদনা কী কোনো সান্ত্বনায় উপশম হয়।

এমবাপ্পের চেয়ে দুঃখী মানুষ এই মুহূর্তে সম্ভবত পৃথিবীতে আর কেউ নেই। রোববার রাতে লুসাইল স্টেডিয়ামে সোনালি ট্রফির পাশ দিয়ে মাথা নিচু করে তার হেঁটে যাওয়া দেখে যে কারও হৃদয় ভেঙে যাবে। এমন দুঃখভারাক্রান্ত হৃদয়ে স্বভাবতই গণমাধ্যমের মুখোমুখি হননি তিনি। ফাইনাল শেষ হওয়ার ১৭ ঘণ্টা পর মুখ খুলেছেন এমবাপ্পে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রফির পাশ দিয়ে হেঁটে যাওয়ার ছবিটা দিয়ে তিনি লিখেছেন, আমরা ফিরে আসব। মানে, মুকুট হারালেও হাল ছেড়ে দেননি তিনি। চার বছর পর শিরোপা পুনরুদ্ধারের ঘোষণা এখনই দিয়ে দিলেন।

এনবিএস/ওডে/সি

news