যেখানে পাবেন মিরপুর টেস্টের টিকেট
মিরপুর টেস্টের টিকেট বুধবার থেকে পাওয়া যাবে। টেস্ট শুরু হবে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে। মিরপুর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্রি হবে টিকেট। ম্যাচ চলার সময়ও বুথে পাওয়া যাবে টিকেট।
চট্টগ্রাম টেস্টের মতো ভারতের বিপক্ষে মিরপুর টেস্টেও টিকেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা, সর্বোচ্চ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এই ম্যাচে ইস্টার্ন স্ট্যান্ড থেকে খেলা দেখতে প্রতিদিন লাগবে ১০০ টাকার টিকেট, সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডে ২০০ টাকা, ক্লাব হাউজের (শহীদ জুয়েল ও মুশতাক স্ট্যান্ড) জন্য লাগবে ৩০০ টাকার টিকেট।
ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে প্রতিদিন হবে ৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডে ১ হাজার টাকা। চট্টগ্রামে বাংলাদেশকে ১৮৮ রানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে আছে ভারত।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারত সবশেষ টেস্ট খেলেছে ২০১০ সালে।
এনবিএস/ওডে/সি