ভারতের শ্রীধরন শ্রীরামকে আবারও দলের জন্য চায় বিসিবি

 অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন, বিশ্বকাপের পরও বাংলাদেশের সঙ্গে শ্রীধরন শ্রীরামকে চান। তবে বিশ্বকাপ শেষ হতেই দেশে ফিরে যান ভারতীয় এই কোচ। তবে তাকে ফেরানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

গত আগস্টে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে দায়িত্ব দেয়া হয় শ্রীরামকে। চুক্তি ছিল অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্ত সাকিবদের সঙ্গে কাজ করবেন তিনি। যদিও তার অধীনে এশিয়া কাপে ভালো করতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে সাকিবের দল।

ভালো করতে পারেনি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও। যেখানে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। তবে খানিকটা উন্নতির ছাপ দেখা যায় বিশ্বকাপে। সেমিফাইনাল খেলতে না পারলেও সেই সম্ভাবনা জাগিয়েছিল তারা। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারানোর পর ভারতের বিপক্ষেও জয়ের খুব কাছে ছিল বাংলাদেশ।

শেষ দিকে মাত্র ৫ রানে হারতে হয়েছিল সাকিবদের। সেমিফাইনালে যেতে না পারলেও শ্রীরামের অধীনে বাংলাদেশ ভালো করেছে বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা। শ্রীরামের কাজ মনে ধরেছে বিসিবি কর্তাদেরও। তাই তো শ্রীরামকে আবারও ফেরাতে চায় বাংলাদেশ। এবার অবশ্য স্থায়ী কোচ হিসেবে চায় দেশটির ক্রিকেট সংস্থা।

এ প্রসঙ্গে ইএসপিএন ক্রিকনইনফোকে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আমরা তাকে (শ্রীরাম) টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে নিয়ে এসেছিলাম। আমরা তাকে একজন টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করছি, আশা করি সে ফিরবে। আমরা এখনও সিদ্ধান্ত নিইনি। তবে আমরা তাকে নিয়মিত কোচ হিসেবে চাই। আমরা তার অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিইনি।

ক্রিকেটারদের সঙ্গে শ্রীরামের সম্পর্কও উল্লেখ করেছেন জালাল ইউনুস। তিনি বলেন, সে একজন চিন্তাশীল এবং কার্যকরী কোচ। সে খেলোয়াড়দের সঙ্গে আলাদাভাবে কাজ করে। সে খেলোয়াড়দের ভালোভাবে বুঝতে পারে।

এনবিএস/ওডে/সি

news