শহীদ আফ্রিদি পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক

রমিজ রাজাকে বিদায়ের পর সভাপতি হিসেবে নাজাম শেঠি নিযুক্ত হওয়ায় অনেক পরিবর্তন আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। পুরনো নির্বাচক প্যানেল ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন নতুন প্যানেল তৈরি করেছে নবনিযুক্ত এই ব্যবস্থাপনা কমিটি। যার প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে করা হয়েছে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে।

আফ্রিদির সঙ্গে আরও সদস্য থাকছেন আব্দুর রাজ্জাক ও রাও ইফতেখার আঞ্জুম। পিসিবি ম্যানেজমেন্ট কমিটির সদস্য হারুন রশিদ থাকছেন আহবায়ক হিসেবে। নতুন এই কমিটির প্রথম কাজ হবে করাচীতে আগামী বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজের জন্য ওয়ানডে দল বাছাই করা।

এই নির্বাচক কমিটিকে স্বাগত জানিয়েছেন পিসিবি প্রেসিডেন্ট নাজাম শেঠি। তিনি বলেন, আমি অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাচক কমিটিকে স্বাগত জানাই এবং কোনো সন্দেহ নেই যে সীমিত সময় থাকা সত্ত্বেও তারা কার্যকরী এবং সাহসী সিদ্ধান্ত নেবে যা আমাদের নিউজিল্যান্ড সিরিজে একটি শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক দল তৈরি করতে সাহায্য করবে।

প্রধান নির্বাচক হিসেবে আফ্রিদিই সেরা পছন্দ বলে জানান পিসিবি সভাপতি। শহীদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার যিনি তার পুরো ক্যারিয়ারে ক্রিকেট খেলেছেন কোন ভয় ছাড়াই। তার প্রায় ২০ বছরের ক্রিকেট অভিজ্ঞতা রয়েছে। সকল ফরম্যাটে উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।

সে সবসময় তরুণ প্রতিভাদের সমর্থন করেছে। সুতরাং, আমাদের সম্মিলিত মতামতে, আধুনিক দিনের খেলার কঠোরতা, চাহিদা এবং চ্যালেঞ্জগুলো বোঝার জন্য তার চেয়ে ভাল আর কেউ নেই।

এনবিএস/ওডে/সি

news