অবসর নয়, দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন ডি মারিয়া
মেসির পর খেলায় থাকছেন ডি মারিয়াও। বিশ্বকাপ শেষ হলেই জাতীয় দল থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে ৩৪ বছরের তারকা তার সিদ্ধান্ত থেকে সরে আসছেন বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’।
প্রতিবেদনে বলা হয়, ডি মারিয়া নিজের সিদ্ধান্ত বদলেছেন। ফলে লিওনেল মেসির পথেই হাঁটবেন তিনি। মেসি যেমন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর জানান, আর্জেন্টিনার জার্সিতে আরও কিছুদিন খেলতে চান। ডি মারিয়াও বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেলা চালিয়ে যেতে চান জাতীয় দলে।
প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাইপর্ব, এমনকী ২০২৪ কোপা আমেরিকার জন্যও তাকে পাওয়া যেতে পারে। তবে কতদিন পর্যন্ত খেলা চালিয়ে যাবেন, সেই বিষয়ে কিছু জানাননি তারকা ফুটবলার। আপাতত শুধু এইটুকুই জানান যে, চ্যাম্পিয়ন হিসেবে খেলাটা উপভোগ করতে চান তিনি।
এনবিএস/ওডে/সি


