‘ফ্রান্স, কান্না থামাও’ আর্জেন্টিনা নাগরিকদের পাল্টা পিটিশন
বিশ্বকাপের শিরোপা হারানোর পর ফ্রান্স নানা সমালোচনার জম্ম দিয়েছে। শিরোপা জয়ে ব্যর্থ হওয়ায় দেশটিতে সমর্থকদের হাঙ্গমা, ফাইনালে মেসির গোল নিয়ে সমালোচনা এবং পূণরায় ফাইনাল খেলার জন্য সমর্থকদের স্বাক্ষর সংগ্রহসহ নানা কর্মকাণ্ড নিয়ে ফুটবল বিশ্বে সমালোচিত ফ্রান্স। এবার ফরাসিদের কান্না থামাতে বলছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনাল নিয়ে ফ্রান্সের পিটিশনের পর এবার পিটিশন করেছে আর্জেন্টিনার নাগরিকরাও।
‘স্টপ ক্রাইং, ফ্রান্স’ বা ‘ফ্রান্স, কান্না থামাও’ শিরোনামের পিটিশনটিতে এরই মধ্যে সই করেছে সাড়ে ৪ লাখ মানুষ। এদিকে টাইব্রেকে যাওয়ার আগেই জয় পেতে পারতো আর্জেন্টিনা, এমন মত আর্জেন্টিনা সমর্থকদের।
ফ্রান্সের করা পিটিশনে ২ লাখ মানুষ সাড়া দিলেও, আর্জেন্টিনার পিটিশনে এরই মধ্যে সাড়া মিলেছে ৪ লাখেরও বেশি মানুষের। পিটিশনটি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই জমা পড়ে ৬৫ হাজার স্বাক্ষর।
ফ্রান্স, স্টপ ক্রাইং- এমন শিরোনামের পিটিশনটি প্রথম করেন ভ্যালেন্টাইন গোমেজ নামে এক ব্যক্তি। তিনি বলেন, যদি ফ্রান্স পূণরায় বিশ্বকাপ ফাইনালের জন্য স্বাক্ষর সংগ্রহ করে তাহলে তাদের জবাব দেওয়া উচিত। আমরা আমাদের একাত্বতা দেখিয়ে স্বাক্ষর সংগ্রহ করতে পারি। এবং ফ্রান্সকে কান্না থামাতে বলতে পারি।
এনবিএস/ওডে/সি


