এমবাপ্পে ও হলান্ডের চেয়ে আর্জেন্টাইন আলভারেজ ভালো ফুটবলার : ইভান

এই প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে সেরা স্ট্রাইকার কে?  বেশিরভাগের উত্তরে আসে কিলিয়ান এমবাপ্পে কিংবা আর্লিং হলান্ডের নাম। সবশেষ কাতার বিশ্বকাপেও গোল্ডেন বুট জিতে নামের প্রতি সুবিচার করেছেন এমবাপ্পে। হলান্ড নিখাদ নম্বর নাইন হলেও এমবাপ্পে অবশ্য পুরোপুরি স্ট্রাইকার নন, খেলেন উইংয়ের বাঁ প্রান্তে। আগামীর ফুটবল বিশ্বে রাজত্বটা এই দুজন করবে বলেই মত বেশিভাগের। তবে চিলির সাবেক ফরোয়ার্ড ইভান জামোরানো তাদের চেয়েও ভালো বলে দাবি করেছেন এক আর্জেন্টাইনকে।

নিজের প্রজন্মের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবেই পরিচিতি চিলির কিংবদন্তি ইভান জামোরানোর। ক্যারিয়ারের সেরা সময়ে খেলেছেন রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো বিশ্বসেরা ক্লাবে। তিনি দাবি করেছেন, এই সময়ের স্ট্রাইকারদের মধ্যে কিলিয়ান এমবাপ্পে বা আর্লিং হলান্ড সেরা নন, বরং আর্জেন্টিনার হুলিয়েন আলভারেজই সেরা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলেকে দেওয়া সাক্ষাৎকারে চিলির হয়ে ১৯৯৮ বিশ্বকাপে খেলা এই সেন্টার ফরোয়ার্ড বলেন, একজন পুরনো ধাঁচের সেন্টার ফরোয়ার্ড হিসেবেও বলছি, এই সময়ের স্ট্রাইকারদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।

এনবিএস/ওডে/সি

news