শেন ওয়ার্নের নামে দেওয়া হবে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার

 ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় শেন ওয়ার্ন পৃথিবীর মায়া ছেড়েছেন চলতি বছরের এপ্রিলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘বক্সিং ডে’ টেস্ট শুরুর আগে প্রয়াত লেগ স্পিনারকে সম্মান জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এর পুরস্কারের নামকরণ করা হয়েছে তার নামে। শেন ওয়ার্নের নামে দেয়া হবে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার।

খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিনের পরের দিনকে বলা হয় বক্সিং ডে। মেলবোর্নে সোমবার শুরু হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচ শুরুর আগে লেগ স্পিন কিংবদন্তিকে সম্মান জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জাতীয় সংগীত গাওয়ার সময় টুপি খুলে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন দুদলের খেলোয়াড়রা। এ সময়ই দেয়া হয় এই ঘোষণা। প্রতিবছর জানুয়ারির শেষাংশে ঘোষণা করা হবে এ পুরস্কার।

সব ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারকে দেয়া হয় অ্যালান বোর্ডার পুরস্কার। এবার নতুন করে যুক্ত হলো ওয়ার্নের নাম।

স্পিন কিংবদন্তির নামে পুরস্কার প্রবর্তনের বিষয়টি জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলে। বক্সিং ডে টেস্ট শুরুর আগে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে এর থেকে ভালো কিছু হতে পারে না। টেস্ট ক্রিকেটে অবদানের জন্য এবার থেকে বছরের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার তার নামে দেয়া হবে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সঙ্গে শেন ওয়ার্নের নাম নানা কারণেই জড়িয়ে। এই মাঠেই প্রথম খেলোয়াড় হিসেবে ৭০০ উইকেট শিকার করেন তিনি। এ মাঠেই অ্যাশেজ হ্যাটট্রিকের দেখা পান তিনি। হকলে বলেন, অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটারকে সম্মান জানানোর এর চেয়ে ভালো মুহূর্ত হতে পারে না। তাই বক্সিং ডে টেস্টের আগেই এ ঘোষণা করেছি আমরা।

মেলবোর্ন টেস্টের প্রথম দিনে শেন ওয়ার্নকে আরও একবার শ্রদ্ধা জানায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। বিকেল ৩টা ৫০ মিনিটে এক মিনিট খেলা বন্ধ রাখা হয়। এ সময় মাঠে উপস্থিত দর্শক টুপি খুলে হাততালি দিয়ে অভিবাদন জানান তাকে।

এনবিএস/ওডে/সি

news