কয়টি আন্তর্জাতিক শিরোপা পেয়েছিলেন ফুটবল সম্রাট পেলে

 ফুটবল সম্রাট পেলের জীবন-মেশিন আর চলবে না। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাতে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ৮২ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়া এই মহাতারকা তিনটি বিশ্বকাপ জিতেছেন। এ কথা ফুটবল অনুসরণ করা যে কারো জানার কথা। কিন্তু তাদের অনেকেই হয়তো জানেন না, পেলে আন্তর্জাতিক অঙ্গনে ঠিক কয়টি শিরোপা জিতেছেন।

১৯৫৭ সালে প্রথমবার দেশের জার্সি পরা পেলে ব্রাজিলের হয়ে জিতেছেন সর্বমোট ১০টি শিরোপা। এর মধ্যে আছে তিনটি ফিফা বিশ্বকাপও। বাকি সাতটি শিরোপা এসেছে আঞ্চলিক টুর্নামেন্ট থেকে।

১৯৫০ সাল থেকে ব্রাজিল ও প্যারাগুয়ের মধ্যে একটা টুর্নামেন্ট হতো, যাকে বলা হয়ে থাকে টাকা ওসওয়াল্ডো ক্রাজ কাপ। পেলে এই শিরোপা জিতেছেন তিনবার। ব্রাজিল এই আসরের শিরোপা একবারও হাতছাড়া করেনি। ১৯৭৬ সালে টুর্নামেন্টটি বিলুপ্ত হয়ে যায়।

১৯১৪ সাল থেকে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। যাকে বলা হয়ে থাকে রোকা কাপ। ব্রাজিল এই শিরোপা জিতেছে মোট আটবার, পেলে জিতেছেন দুবার। উল্লেখ্য, ১৯৭৬ সালের পর থেকে এ টুর্নামেন্ট আর অনুষ্ঠিত হয়নি।

এ ছাড়াও পেলে একবার করে টাকা ডো আটলান্টিকো ও কোপা বার্নার্দো হিগিন্স শিরোপা জিতেছেন। টাকা ডো আটলান্টিকো দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ও কোপা বার্নার্দো হিগিন্স টুর্নামেন্ট ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে খেলা হতো।

এনবিএস/ওডে/সি

news