আইপিএল নিয়ে বেশ রোমাঞ্চিত লিটন

 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল ২০২৩ আসরে প্রথবারের মতো দল পেয়েছেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। ২৩ ডিসেম্বরে কোচিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে লিটনকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

ভারতের বিপক্ষে ঢাকা টেস্ট চলাকালীন সংবাদ সম্মেলনে লিটনের কাছে প্রথমবার আইপিএলে খেলতে সুযোগ পাওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে কিছুই বলেননি তিনি।

তবে এবার নিজের প্রতিক্রিয়া জানালেন লিটন। কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তা নিজের প্রতিক্রিয়া জানান এই টাইগার ব্যাটার।

ভিডিও বার্তায় লিটন বলেন, ‘এটি আমার প্রথম আইপিএল। কেকেআর পরিবারের অংশ হতে পেরে দারুণ রোমাঞ্চিত আমি। খুব শ্রীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। করব, লড়ব, জিতব।’   

এনবিএস/ওডে/সি

news