বিএসপিএ’র দেওয়া পুরস্কার প্রত্যাখান করলেন বাংলাদেশের পেলে কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সাবেক কিংবদন্তী পেলে খ্যাত ফুটবলার কাজী সালাউদ্দিন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বিএসপিএ ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে দেওয়া পুরস্কার প্রত্যাখান করেছেন।

গত শুক্রবার বিএসপিএ ৬০ বছর পূর্তি উপলক্ষে যাচাই-বাছাই করে সেরা ১০ ক্রীড়াবিদ নির্বাচন করা হয়। সেখানে বিচারকদের রায়ে প্রথম হয়েছেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। দ্বিতীয় হয়েছেন কাজী সালাউদ্দিন। কিন্তু সে পুরস্কার প্রত্যাখ্যান করেন।

এ ব্যাপারে এই প্রতিনিধিকে সালাউদ্দিন বলেন, পুরস্কার প্রত্যাখান করেছি সেটাই প্রতিক্রিয়া। নতুন করে প্রতিক্রিয়া দেওয়ার কিছু নেই।
 রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিএসপিএর ষাট বছর পূর্তি উপলক্ষ্যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ১০ জন ক্রীড়াবিদকে সম্মাননা দেওয়া হয়। কিন্তু প্রথম ও দ্বিতীয় ক্রীড়াবিদের নাম ঘোষণার পরপরই বাফুফে সভাপতি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এই ঘটনার প্রেক্ষিতে শনিবার এক বৈঠকে বসেছিল বাফুফের নির্বাহী কমিটি। সভায় বিএসপিএর দ্বিতীয় স্থান অর্জনকারী পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানিয়েছে বাফুফে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কর্তৃক বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম খেলোয়াড়, শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রাপ্ত এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) পরপর চতুর্থ মেয়াদে নির্বাচিত সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে প্রদত্ত দ্বিতীয় সেরা ক্রীড়াবিদএর পুরস্কার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

একজন বীর মুক্তিযোদ্ধাকে উক্ত প্রহসণের পুরস্কার প্রদান আমাদের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও স্বাধীন বাংলা ফুটবল দলকে অবমাননা করার শামিল এবং একই সঙ্গে ক্রীড়াঙ্গন তথা ফুটবল সংশ্লিষ্ট সকলের জন্য অবমাননাকর।

এদিকে বিএসপিএর দ্বিতীয় হওয়ার পুরস্কারের অর্থের চেক এবং ক্রেস্ট বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির কার্যালয়ে ফিরিয়ে দিয়েছে বাফুফে কার্যনির্বাহী কমিটি।

এনবিএস/ওডে/সি

news