চেলসির বিরুদ্ধে রোমাঞ্চকর লড়াইয়ে ১-০ গোলে জিতলো ম্যানসিটি

এক গোলে পিছিয়ে পরার পর মরিয়া হয়ে চেষ্টা চালায় স্বাগতিক চেলসি। কিন্তু তিন পয়েন্টের জন্য উন্মুখ পেপ গার্দিওলার দলের সঙ্গে পেরে ওঠেনি তারা। স্ট্যামফোর্ড ব্রিজে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগে ১-০ গোলে জিতেছে ম্যানসিটি।

দ্বিতীয়ার্ধে বদলি নেমে ব্যবধান গড়ে দিয়েছেন রিয়াদ মাহরেজ। ঘরের মাঠে শেষটার মতো শুরুটাও ভালো ছিল না স্বাগতিকদের জন্য। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পঞ্চম মিনিটে মাঠ ছাড়েন রাহিম স্টার্লিং। মাঠে আসেন পিয়েরে-এমেরিক অবামেয়াং।

ষোড়শ মিনিটে ম্যাচের প্রথম ভালো সুযোগ পায় চেলসি। মার্ক কুকুরেইয়ার কাছ থেকে বল পেয়ে কাই হার্ভাটজ খুঁজে নেন ক্রিস্টিয়ান পুলিসকিকে। ডি বক্সে বিপজ্জনক জায়গা পৌঁছে গিয়ে যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড শট নিতে যাচ্ছিলেন। তখনই দুর্দান্ত এক ট্যাকলে তাকে হতাশায় ডোবান সিটি ডিফেন্ডার জন স্টোনস।

সেই ট্যাকলের ধাক্কা সামাল দিতে পারেননি পুলিসিক। একটু পরে মাঠ ছাড়েন তিনি। আগে থেকেই চোটের জন্য নেই রিস জেমস ও ম্যাসন মাউন্ট। এবার একই ম্যাচের প্রথমার্ধে স্টার্লিং ও পুলিসিককে হারাল চেলসি।

এই জয়ে ১৭ ম্যাচে সিটির পয়েন্ট হলো ৩৯। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান নেমে এলো পাঁচে। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে নিউক্যাসল ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড গোল পার্থক্যে পিছিয়ে থেকে চারে। ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে চেলসি।

এনবিএস/ওডে/সি

news