আফ্রিকার কেপ ভের্দের জাতীয় স্টেডিয়াম পেলের নামে

ফিফার আহ্বানে সাড়া দিয়ে সবার আগে পেলের নামে স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে কেপ ভের্দে। আফ্রিকার দেশটির জাতীয় স্টেডিয়াম নাম বদলে রাখা হবে প্রয়াত ফুটবল কিংবদন্তির নামে।

শারীরিক নানা জটিলতায় ভোগা পেলে গত ২৯ ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। গত সোমবার তার প্রিয় ক্লাব সান্তোসে তার শেষ শ্রদ্ধার অনুষ্ঠানে যোগ দেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে তিনি বলেন, ফিফা ২১১টি দেশকে তাদের একটি স্টেডিয়ামের নামকরণ পেলের নামে করার জন্য অনুরোধ করেছে।

তারই ধারাবাহিকতায় কেপ ভের্দের রাজধানী প্রাইয়ার ঠিক বাইরে অবস্থিত এস্তাদিও নাসিওনাল দে কাবো ভের্দের নাম পরিবর্তন করবে। ১৫ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামের নতুন নাম হবে পেলে স্টেডিয়াম।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী উলিসিস কোহেই ই সিলভা। তার আশা, অনান্য দেশও তাদের অনুসরণ করবে।

এনবিএস/ওডে/সি

 

news