বিপিএলের আগামী আসর সাকিবের হাতে দিতে চায় বিসিবি
ক’দিন আগে বাংলাদেশ ক্রিকেটের পোষ্টার বয় সাকিব আল হাসান বলেছিলেন, বিপিএলের সিইও হলে দুই মাসের মধ্যে সব অসঙ্গতি দূর করে দিবেন। এবার তার বক্তব্যের পাল্টা মন্তব্য দিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। তিনি সাকিবকে বিসিবির সিইও হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে সোহেল জানান, সাকিব চাইলে পরের আসরেই তাকে টুর্নামেন্টের সিইও’র দায়িত্ব দেওয়া হবে। সাকিব সিইওর দায়িত্বে থাকলে দুই মাসেই সব ঠিক করতে পারবেন বলে দাবি করেন। এই কথার জবাবে শেখ সোহেল বলেন, আজকে আসলে আমি সাকিবকে স্বাগত জানাই, ধন্যবাদ। যদি ও বিপিএলের সিইও হিসেবে আসতে চায়, সে আগ্রহ প্রকাশ করেছে। আমরা গভর্নিং বডি থেকে তাকে স্বাগত জানাই। সে যদি চায়, আগামী বছর এসে সিইওর দায়িত্ব পালন করুক।
সাকিবের নায়ক সিনেমার উদাহরণ টেনে আনার জবাবে সোহেল বলেন, সিনেমার সঙ্গে বাস্তবতা মিলে না। কখনও এভাবে তা পূরণও হয়নি। সাকিব তো এখনও খেলছে। খেলা ছেড়ে তাই সে আসতে পারবে না। সামনের বছর চলে আসুক, আমরা তাকে বিপিএলের সিইওর দায়িত্ব বুঝিয়ে দেবো।
সাকিব ও মাশরাফির মতো তারকারা টুর্নামেন্টকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন কি না জানতে চাওয়া হইলে পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, কেউ যদি বলে বলতেই পারে। আপনি যে প্রশ্ন করেছেন যে হ্যাঁ, আমি তো দেখি সাকিব প্রিমিয়ার ডিভিশনের অনেক খেলা খেলে না। কিন্তু আজ পর্যন্ত বিপিএল তো মিস দেয় না। তিনি আরও বলেন, আমি যদি পাল্টা প্রশ্ন করি, ও তো প্রিমিয়ার ডিভিশনের অনেক খেলা খেলে না। বলতেছে যে প্রিমিয়ার ডিভিশন থেকে বিপিএল আমাদের খারাপ। কিন্তু আমি তো দেখি যে বিপিএলের কোনো এডিশনের কোনো খেলা ও বাদ দেয় না সাকিব।
এনবিএস/ওডে/সি