১০০ কেজি কোকেন বহন করায় বিমানবন্দরে বান্ধবীসহ গ্রেপ্তার ফুটবলার

১০০ কিলোগ্রাম কোকেনসহ গ্রেফতার হলেন এক পেশাদার ফুটবলার। গ্রেফতার করা হয়েছে তার বান্ধবীকেও। মার্টিনিকিউয়ের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা ২৯ বছরের মিডফিল্ডারের সুটকেস থেকে ১০০ কিলোগ্রাম কোকেন পাওয়া গিয়েছে তল্লাশির সময়। গ্রেপ্তারকৃত ফুটবলারের নাম জঁ ম্যানুয়েল নেদ্রা।

প্যারিসের বিমানবন্দর থেকে নেদ্রা এবং তার বান্ধবীকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্রান্সের সংবাদপত্রগুলোর প্রতিবেদন অনুযায়ী নেদ্রা এবং তার বান্ধবীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করানো হবে। প্যারিসের পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত সফরে বান্ধবীকে নিয়ে ফ্রান্সে এসেছিলেন নেদ্রা। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের তার গতিবিধি দেখে সন্দেহ হয়। বান্ধবী-সহ তাকে আটক করা হয়। তল্লাশির সময় তার সুটকেস থেকে ১০০ কিলোগ্রাম কোকেন পাওয়া গিয়েছে। বিপুল পরিমাণ মাদক তিনি কোথা থেকে নিয়ে এসেছেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন সে সব জানার চেষ্টা করা হচ্ছে।

২০১২ সালে মার্টিনিকিউয়ের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় নেদ্রার। এখন তিনি নিজের দেশেই প্রথম ডিভিশনের ক্লাব ইগলন ডু ল্যামেন্টিনের হয়ে খেলেন। ২০১৭ সালে কনকাকাফ গোল্ড কাপেও দেশের হয়ে খেলেছিলেন নেদ্রা।

প্রাথমিক ভাবে নেদ্রার পাশে দাঁড়িয়েছে তার ক্লাব। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আমাদের একজন ফুটবলারকে মাদক পাচারের অভিযোগে প্যারিসে গ্রেফতার করা হয়েছে। নেদ্রা সত্যিই জড়িত কি না, তা আমরা জানি না। অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত আমরা ওর পাশে রয়েছি।

এনবিএস/ওডে/সি

news