আল নাসের ক্লাবে রোনালদো সাত নম্বর জার্সি পেলেও প্রথম সাতে নেই

আল নাসেরের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিষেক অনিশ্চিত। কবে সৌদি আরবের ক্লাবের হয়ে তিনি মাঠে নামতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, রোনালদোকে খেলাতে হলে একজন বিদেশি ফুটবলারকে ছেঁটে ফেলতে হবে আল নাসেরকে।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের দেওয়া দু’ম্যাচ নির্বাসনের শাস্তির জন্য আল নাসেরের হয়ে দু’টি ম্যাচ খেলতে পারবেন না রোনালদো। তার পরেও তার নতুন ক্লাবের জার্সি গায়ে মাঠে নামা অনিশ্চিত। বাধা সৌদি আরবের ফুটবল সংস্থার নিয়ম। নির্দিষ্ট সংখ্যার থেকে বেশি বিদেশি ফুটবলারকে সই করিয়ে ফেলেছে আল নাসের। নিয়ম অনুযায়ী কোনও ক্লাব সর্বোচ্চ সাত জন বিদেশি খেলোয়াড়ের নাম নথিভূক্ত করাতে পারে প্রতিযোগিতার জন্য। রোনালদো আল নাসেরে যোগ দিয়েছেন নবম বিদেশি ফুটবলার হিসাবে।

তাই ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের দেওয়া শাস্তি উঠলেও আল নাসেরের হয়ে রোনালদো মাঠে নামতে পারবেন না। তাকে খেলাতে হলে নথিভুক্ত একজন বিদেশি ফুটবলারকে বাদ দিতে হবে। সেই বিদেশি ফুটবলারের পরিবর্ত হিসাবে রোনালদোর নাম নথিভুক্ত করাতে হবে। আল নাসেরের এক কর্তা বলেছেন, রোনালদোর সঙ্গে আমাদের চুক্তি হলেও প্রতিযোগিতায় খেলানোর জন্য ওর নাম নথিভুক্ত করানো হয়নি। ওর নাম নথিভুক্ত করাতে হলে একজন বিদেশি ফুটবলারকে ছেড়ে দিতে হবে আমাদের। তাকে তালিকা থেকে বাদ দিতে হবে। হয় অন্য ক্লাবের কাছে তাকে বিক্রি করতে হবে অথবা যৌথ বোঝাপড়ার মাধ্যমে চুক্তি বাতিল করতে হবে।  যদিও তার বিশ্বাস, রোনারদোকে দ্রুত ম্যাচ খেলাতে পারবেন তারা।

আল নাসেরের বিদেশি ফুটবলারদের তালিকায় আছেন আর্সেনালের প্রাক্তন গোলরক্ষক ডেভিড অসপিনা, ক্যামেরুনের বিশ্বকাপার ভিনসেন্ট আবুবাকের, ব্রাজিলের লুইজ গুস্তাভো এবং তালিস্কা, আর্জেন্টিনার পিটি মার্তিনেস, আইভোরি কোস্টের ঘিসলাইন কোনান, স্পেনের আলভারো গঞ্জালেজ, উজবেকিস্তানের জালোলিদ্দিন মাশারিপভ। এঁদের মধ্যে আল নাসের কার সঙ্গে চুক্তি বাতিল করবে, তা এখনও চূড়ান্ত করা যায়নি। কারণ, চুক্তি বাতিল করতে হলে বিপুল ক্ষতিপূরণ দিতে হবে।

এই পরিস্থিতিতে রোনালদোকে কেন্দ্র করে আল নাসেরের বিদেশি ফুটবলারদের মধ্যে তৈরি হয়েছে হালকা ক্ষোভ। কারণ এর আগে রোনালদোর জন্য মাশারিপভের কাছ থেকে সাত নম্বর জার্সি নিয়ে নেন আল নাসের কর্তৃপক্ষ। উজবেকিস্তানের মিডফিল্ডার সাত নম্বর জার্সি ছাড়তে রাজি ছিলেন না। মাশারিপভের সঙ্গে চুক্তি বাতিল করার হুঁশিয়ারি দেন ক্লাব কর্তারা। পরে তিনি নিমরাজি হয়ে ৭৭ নম্বর জার্সি নিয়েছেন। এবার রোনারদোর জন্য এক জন বিদেশি ফুটবলারকে ছেঁটে ফেলতে হবে আল নাসেরকে।

এনবিএস/ওডে/সি

news