এশিয়ান জুনিয়র হকি ফেডারেশন কাপে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

 এশিয়ান জুনিয়র হকি ফেডারেশন কাপে নিজস্ব প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর শনিবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মোকাবিলা করবে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ায় জুনিয়র হকিতে শক্তির মাপকাঠিতে ভারত ও পাকিস্তানের পরই শ্রীলঙ্কার অবস্থান। এই দলের বিরুদ্ধে বাংলাদেশ দলকে মূল্যায়ণ করেই খেলতে হবে। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে একদমই পাত্তা দেয়নি লাল-সবুজের দলটি।

শুক্রবার শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য করে জুনিয়র এএইচএফ কাপ হকিতে শুভসূচনা করেছে বাংলাদেশ। প্রথম মিনিটেই পেয়ে যায় গোলের দেখা। এরপর আত্মবিশ্বাসী বাংলাদেশকে আর কোনোভাবে আটকাতে পারেনি হংকং। আলি, হাসান ও আমিরুলদের নৈপুণ্যে দারুণ জয় দিয়ে জুনিয়র এএইচএফ কাপ হকি শুরু করে বাংলাদেশ।

ওমানের মাসকটে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। জোড়া গোল করেন মোহাম্মদ আলি। একটি করে গোল মোহাম্মদ হাসান ও আমিরুল ইসলামের।

প্রথম মিনিটেই ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে নেন আলি। শুরুর কোয়ার্টারে হাসানের ফিল্ড গোলে ব্যবধান হয় দ্বিগুণ। ম্যাচেও চালকের আসনে বসে যায় দল।
দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান আমিরুল। শেষ দিকে আলির দ্বিতীয় গোলে হংকংয়ের ঘুরে দাঁড়ানোর পথটা আরও কঠিন হয়ে যায়।

এনবিএস/ওডে/সি

 

news