সেশন কাপে পিএসজির বিপক্ষে সৌদি আরব দলের কোচ আর্জেন্টাইন মার্সেলো গায়ার্দো

 চলতি মাসে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে সৌদি আরবের আল হিলাল ও আল নাস্র সম্মিলির দলের কোচের দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার মার্সেলো গায়ার্দো। ম্যাচটিতে মুখোমুখি লড়াইয়ে দেখা হতে পারে দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রিয়াদ সেশন কাপ নামের ম্যাচটি হবে আগামী ১৯ জানুয়ারি। আল হিলাল ও আল নাস্র সম্মিলিত দলের কোচ হিসেবে কাজ করার কথা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় নিজেই জানান রিভার প্লেটের সাবেক কোচ গায়ার্দো।

হ্যালো, আমি মার্সেলো গায়ার্দো। আপনাদের বলতে চাই যে, ১৯ জানুয়ারি আমি রিয়াদ সেশনের কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছি, আল হিলাল ও আল নাস্রের খেলোয়াড়দের নিয়ে গঠিত দলের হয়ে পিএসজির বিপক্ষে। শিগগিরই সেখানে দেখা হবে।

ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে কিছুদিন আগে এই আল নাস্রে যোগ দেন পর্তুগিজ তারকা রোনালদো। এখনও ক্লাবটির হয়ে অভিষেক হয়নি তার। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়ক মেসি ছুটি কাটিয়ে দুই দিন আগে ফিরেছেন পিএসজিতে।

সময়ের সেরা এই দুই ফুটবলারের দ্বৈরথ এক যুগের বেশি সময়ের। মেসি বার্সেলোনায় ও রোনালদো রিয়াল মাদ্রিদে থাকার সময়ে দুজনের মুখোমুখি দেখা হতো নিয়মিতই। ঠিকানা বদলের পর তা কমে গেছে।

এনবিএস/ওডে/সি

news