স্প্যানিশ লিগে পরাজয় দিয়ে বছর শুরু করলো রিয়াল মাদ্রিদ

খেললো ভালো রিয়াল মাদ্রিদ কিন্তু কাঙ্খিত গোলের দেখা পেলো না তারা। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ পর্যন্ত হারকে সঙ্গী করেই মাঠ ছাড়লো। এক কথায় তারা রিয়াল মাদ্রিদ পরাজয় দিয়ে বছর শুরু করেছে। লা লিগার ম্যাচে চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল।

সবশেষ ম্যাচে বার্সেলানা ভুল করায় ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেলে আবারও শীর্ষ স্থান ফিরে পেতো রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচের শুরু থেকে রিয়ালের বিপক্ষে চড়াও হয় ভিয়ারিয়াল। একের পর এক আক্রমণ চালায় স্বাগতিক দলটি।

পাল্টা আক্রমণ করেছে রিয়ালও তবে প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। ৪৭ মিনিটে ইয়েরেমি পিনোর গোলে লিড নেয় ভিয়ারিয়াল। সমতায় ফিরতে মরিয়া রিয়াল পেনাল্টি পায়। ৬০ মিনিটে স্পটকিক থেকে গোল করেন করিম বেনজেমা।

এক মিনিট পরই পেনাল্টি পায় ভিয়ারিয়াল, স্পটকিক থেকে জেরাডো মোরেনো আবারো লিড এনে দেয় ভিয়ারিয়ালকে। ম্যাচের বাকি সময় গোল পেতে রিয়াল মরিয়া হলেও গোলের দেখা না পেয়ে হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এই হারে লিগ টেবিলে শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া হলো রিয়ালের। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলা বার্সোলোনা গোল পার্থক্যে এগিয়ে রয়েছে শীর্ষে। ২০১৮ সালের পর রিয়ালকে হারানোর দারুণ তৃপ্তি পাওয়া ভিয়ারিয়াল ২৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

এনবিএস/ওডে/সি

news