আইপিএলে একটিও ম্যাচ না খেলে ১৬ কোটি টাকা পেতে পারেন ঋষভ পন্থ
এখনও হাসপাতালে ভর্তি ঋষভ পন্থ। তার পুরোপুরি সুস্থ হতে কত দিন সময় লাগবে তা এখনও স্পষ্ট করে জানায়নি বোর্ড যে ধরনের চোট পন্থের রয়েছে তাতে চিকিৎসকদের মতে অন্তত ৬ সপ্তাহ লাগবে তার আবার ব্যাট হাতে নামতে। এর ফলে আইপিএলে না-ও খেলার সুযোগ পেতে পারেন পন্থ। সে ক্ষেত্রে কি আইপিএলের ১৬ কোটি টাকা তিনি পাবেন না?
আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক পন্থ। এপ্রিল মাস থেকে শুরু হতে পারে আইপিএল। গত বছর ৩০ ডিসেম্বর ভোরে গাড়ি দুর্ঘটনায় আহত হন পন্থ। দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ডিভাইডারে ধাক্কা মারে তার গাড়ি। সেই সময় গাড়িতে একাই ছিলেন তিনি। পন্থের মাথায়, পিঠে এবং হাঁটুতে চোট লাগে। তার পায়ের লিগামেন্টে চোট রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই দেহরাদূনের হাসপাতাল থেকে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে তাকে। সেখানে বোর্ডের চিকিৎসকরা পন্থের চিকিৎসা করছেন। প্লাস্টিক সার্জারি করা হয়েছে পন্থের। হাঁটুর চোটের চিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাওয়া হতে পারে তাকে।
এমন অবস্থায় তিন মাস পরে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নামা কঠিন বলেই মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলতে না-ও দেখা যেতে পারে তাকে। এক দিনের বিশ্বকাপের আগে পন্থকে সুস্থ অবস্থায় চাইবেন রাহুল দ্রাবিড়রা। পন্থ যদি আইপিএলে খেলতে না পারেন, তা হলেও আর্থিক ক্ষতি হবে না তার। বোর্ডের নিয়ম অনুযায়ী, বিসিসিআইয়ের সঙ্গে বার্ষিক চুক্তি থাকা কোনও ক্রিকেটার যদি চোট পেয়ে আইপিএল খেলতে না পারেন, তা হলে বোর্ডের তরফে তাকে সেই টাকা দেওয়া হয়। দিল্লি ক্যাপিটালস পন্থের বদলে কাউকে সই করাতে পারে। বোর্ডের বার্ষিক চুক্তিতে গ্রেড এ’ বিভাগে রয়েছেন পন্থ। অর্থাৎ বছরে বোর্ডের থেকে ৫ কোটি টাকা পান তিনি। সেই টাকাও পাবেন পন্থ।
এনবিএস/ওডে/সি


