শ্বাসরুদ্ধকর ম্যাচে আতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনার জয়

 নব্বই মিনিটের শ্বাসরুদ্ধর লড়াইয়ের পর জয় নিয়ে ফিরলো বার্সেলোনা। তবে এই ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। এদিন ফাউল পাল্টা ফাউল হলুদকার্ড ও লালকার্ড প্রদর্শন ছিলো খেলার মূল চালচিত্র। এতো কিছুর পরেও ওয়ান্দা মেত্রোপলিতানোয় জিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল কোচ জাভি হার্নান্দেসের দল।

বার্সেলোনাকে প্রবল চাপে রাখা আতলেটিকো মাদ্রিদ সমতা প্রায় ফিরিয়েই এনেছিলো। কোনোমতে গোললাইন থেকে ফিরিয়ে দিলেন রোনাল্দ আরাউহো। চমৎকার ফিনিশিংয়ের পর রক্ষণে দারুণ দৃঢ়তা দেখিয়ে ওয়ান্দা মেত্রোপলিতানো থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরলো বার্সা।

আতলেটিকো মাদ্রিদের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে একমাত্র গোলটি করেছেন উসমান দেম্বেলে। সুযোগ হাতছাড়া করেছে দুই দলই। শুরুতে স্কোর লাইন ২-০ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন পেদ্রি। আর শেষটায় সমতায় শেষ করার দারুণ সুযোগ হাতছাড়া করেছেন অঁতোয়ান গ্রিজমান। শেষের কয়েক মিনিট দুই দলই খেলে ১০ জন নিয়ে। নিজেদের মধ্যে মারামারি করে লাল কার্ড দেখেন ফেররান তরেস ও স্তেফান সাভিচ।
১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আগের দিন ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে দিয়েগো সিমেওনের আতলেটিকো।

এনবিএস/ওডে/সি

news