জিদানের অপমান হয়েছে ভেবে খেপলেন এমবাপ্পে

 জিনেদিন জিদান। ফ্রান্সের সাবেক কৃতি ফুটবলার। দেশটিকে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ে বড় অবদান রেখেছিলেন এই কিংবদন্তী। সেই জিদানকেই অসম্মান করে কথা বললেন ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লু গ্রেত। যে কারণে তোপের মুখে পড়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি। দেশটির ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই লু গ্রেতের সমালোচনা করেছেন। এবার এই দলে যোগ দিলেন তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে।  

তিনি বলেন, জিদানই ফ্রান্স। তার মতো একজন কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না। এই বিষয়টির সূত্রপাত হয় দিদিয়ের দেশমের চুক্তি নবায়ন করে। ২০২৬ সাল পর্যন্ত ফ্রান্সের কোচ থাকছেন তিনি। এক্ষেত্রে জিদান কোচ হওয়ার গুঞ্জন ছিল অনেক বেশি। যদিও এখন ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন চলছে। এই বিষয়টি নিয়েই বিরূপ মন্তব্য করে বসেন লু গ্রেত।

ফ্রান্সের আরএমসি রেডিওতে সাক্ষাৎকারে তিনি বলেন, আমার তাতে মাথাব্যথা নেই (জিদান ব্রাজিলের কোচ হলে)। তার যেখানে ইচ্ছা সে যেতে পারে। আমি খুব ভালো করেই জানি যে, জিদান সবসময়ই রাডারে ছিল (ফ্রান্সের সম্ভাব্য কোচ হিসেবে)। তার শুভাকাক্সক্ষীরও অভাব নেই। কেউ কেউ তো দেশমের বিদায়ের অপেক্ষায় ছিল কিন্তু দেশমকে নিয়ে গুরুতর আপত্তি কার থাকতে পারে? কারও নয়।

জিদানের যা ইচ্ছা করতে পারে। আমি পরোয়া করি না। তার সঙ্গে আমার কখনও দেখা হয়নি। দেশমের দায়িত্ব ছিন্ন করার কথা আমরা কখনও ভাবিইনি। জিদান যেখানে ইচ্ছা যেতে পারে, কোনো ক্লাবে বা যে কোনো জায়গায়।

এনবিএস/ওডে/সি

news