সাকিবকে নিয়ে মেতেছে কলকাতা নাইট রাইডার্স

সাকিব আল হাসানকে নিয়ে বাংলায় পোস্ট করেছে আইপিএলে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য কেকেআরের প্রশংসা পেয়েছেন সাকিব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৩২ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন শাকিব। তার পরেই সাকিবের ভিডিও নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছে কেকেআর টিম। সেখানে সাকিবের ব্যাটিংয়ের কিছু ঝলক রয়েছে। ক্যাপশনে লেখা ‘ফাটাফাটি সাকিবদা’।

দীর্ঘদিন কলকাতার হয়ে আইপিএল খেলা সাকিবকে ছেড়ে দিয়েছিল কলকাতা। তার পরে সানরাইজার্স হায়দরাবাদ ঘুরে এবার কলকাতায় ফিরেছেন তিনি। দেড় কোটি টাকায় সাকিবকে কিনেছে নাইটরাইডার্স। মার্চের শেষে আইপিএল শুরু হওয়ার কথা। তার আগে সাকিকে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। তাই সাকিবের প্রশংসা করে তার আত্মবিশ্বাস আরও বাড়ানোর চেষ্টা করেছে কেকেআর।

সিলেটের বিরুদ্ধে ৬৭ রানের ইনিংসে ৭টি চার ও ৪টি ছক্কা মারেন সাকিব। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে সাকিবের ব্যাটে ভর করে ১৯৪ রান তোলে বরিশাল। তারপরেও অবশ্য ম্যাচ জিততে পারেনি তারা। এক ওভার বাকি থাকতে রান তুলে নেয় সিলেট। বল হাতে ৪ ওভারে ৩১ রান দিয়েছেন সাকিব। উইকেট পাননি।

তবে এই ম্যাচে বিতর্কেও জড়িয়েছেন সাকিব। বরিশালের ইনিংসের ১৬তম ওভারে ঘটেছে সেই ঘটনা। ব্যাট করছিলেন সাকিব। সিলেটের রেজাউর রহমান রাজার বল সাকিবের মাথার উপর দিয়ে চলে যায়। খালি চোখে দেখে মনে হচ্ছিল, সেটি নো বল।

সাকিবও নো বলের আশায় লেগ আম্পায়ারের দিকে তাকান। কিন্তু লেগ আম্পায়ার নো ডাকেননি। ওভারের প্রথম বাউন্সার ডাকেন তিনি। এতেই চটে যান সাকিব।

এনবিএস/ওডে/সি

news