এশিয়ান জুনিয়র হকি ফেডারেশন কাপের সেমিফাইনালে বাংলাদেশ

 গ্রুপের শেষ ম্যাচেও দাপট দেখিয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপে (এএইচএফ) অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। পুল বি’র শেষ ম্যাচে সোমবার ওমানের মাসকটে উজবেকিস্তানকে ৬-১ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম, জোড়া গোল মোহাম্মদ জয়ের। অন্য গোলটি করেন রকিবুল হাসান।

হংকংকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে সেরা হয়েছে দল। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্স আপ হয়ে সেমিতে উজবেকিস্তান।

প্রথম কোয়ার্টারে কেউ পায়নি জালের দেখা। দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে যায় উজবেকিস্তান। সপ্তদশ মিনিটে আব্দুস স্যালম গোল করে উজবেকিস্তানকে এগিয়ে নেয়। গোল হজমের পর জেগে ওঠে বাংলাদেশ। দুই মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার থেকে আমিরুল দুইবার লক্ষ্যভেদ করলে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

পরের দুই অর্ধে উজবেকিস্তান পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। ৩২তম মিনিটে রকিবুল হাসানের ফিল্ড গোলে ব্যবধান বাড়ে। এরপর জোড়া গোল করেন জয়। ৫৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূরণ করেন আমিরুল।

এনবিএস/ওডে/সি

news