বিপিএলে জয়ের দেখা পেলো সাকিবের ফরচুন বরিশাল
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেও বোলিং ব্যর্থতায় হার দিয়ে শুরু করেছিল তারকা সমৃদ্ধ ফরচুন বরিশাল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয় তুলে নিয়েছে দলটি। রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে তারা।
মিরপুরে বিপিএলের সপ্তম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমে রংপুরকে ১৫৮ রানে বেধে ফেলে বরিশাল। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানের শোয়েব মালিক। এছাড়া ওপেনিংয়ে রনি তালুকদার ৪০ ও শেষদিকে রবিউল হক অপরাজিত ১৮ রান করেন।
বরিশালের হয়ে বোলিংয়ে মেহেদী মিরাজ ও ডি সিলভা ২ টি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন অধিনায়ক সাকিব, করিম জানাত ও ইবাদত হোসেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারালেও মেহেদী মিরাজের ২৯ বলে ৪৩ রান ও ইবরাহিম জাদরানের (৪১ বলে ৫২ রান) অনবদ্য হাফসেঞ্চুরীতে জয়ের দিকে এগিয়ে যায় বরিশাল। এই দুজনের বিদায়ের পর ইফতিখারের অপরাজিত ২৫ ও করিম জানাতের অপরাজিত ২১ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয় সাকিবদের।
রংপুরের হয়ে ২টি উইকেট নেন সিকান্দার রাজা। একটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও রবিউল হক। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচসেরা হন মেহেদী মিরাজ।
এনবিএস/ওডে/সি