বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এবার থাকতে পারেন যারা
চলতি বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে হ্রাস পেতে পারে ক্রিকেটারের সংখ্যা। বাদ পড়ার তালিকায় থাকতে পারেন শেখ মেহেদী, নাঈম শেখ, সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়। নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। আলোচনায় আছেন ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকানো জাকির হাসান আর বিজয়ও।
টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টি চুক্তি থেকে বাদ পড়লেও ওয়ানডেতে থাকছেন নতুন চুক্তিতে। দু’এক দিনের মধ্যে বোর্ড সভা থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিটা শুধু লাখ টাকার মাসোহারাই নয়, যেখানে গুরুত্ব দেয়া হয় সম্ভাবনার। তরুণ তুর্কি থেকে অভিজ্ঞ, প্রতি বছরই তালিকায় হয় সংযোজন বিয়োজন। ব্যতিক্রম নয় এবারো। প্রশ্ন তবে নতুন বছরে কারা থাকছেন, কারা বাদ পড়ছেন?
করোনা মহামারির সময়ে চুক্তিতে ২৪ থাকলেও গত বছর সংখ্যাটা নেমে আসে ২১ এ। তবে এবার কমতে পারে সেই সংখ্যাও। অনেক সম্ভাবনা নিয়ে আন্তজার্তিক সার্কিটে এসেও নিজের জাত চেনাতে ব্যর্থ নাঈম শেখ, সাদমান আর মাহমুদুল হাসান জয়। গেলো এশিয়া কাপের পর আর টাইগার স্কোয়াডে ফেরা হয়নি টি-টোয়েন্ট স্পেশালিস্টের তমকা পাওয়া শেখ মেহেদীরও। তাই তো কেন্দ্রীয় চুক্তি থেকে এ চারজনের বাদ পড়া অনেকটাই নিশ্চিত।
দীর্ঘ বিরতির পর দলে ফিরলেও সুযোগকে কাজে লাগাতে পারেননি সৌম্য, সাব্বির, সাইফউদ্দিনরা। তবে এনামুল হক বিজয়ের পারফম্যান্স গড়পড়তা। ওয়ানডে-তে থাকছেন তিনি।
২০১৮ সালে টেস্টে অভিষেক হলেও কেন্দ্রীয় চুক্তিতে আসা হয়নি খালেদ আহমেদের। তবে লাল বলের দলে এবার তার জায়গা পাওয়াটা প্রায় নিশ্চিত। যেমনটা নিশ্চিত ইনজুরি থেকে ফেরা হাসানের থাকাও। তবে মোটে দুই টেস্ট খেলা জাকিরকে নিয়ে কিছুটা দ্বিধায় ম্যানেজমেন্ট।
সূত্রের খবর তালিকা চূড়ান্ত করে ইতোমধ্যে বোর্ডের কাছে জমা দিয়েছেন নির্বাচক প্যানেল। যা চূড়ান্ত হবে বিসিবির পরবর্তী সভায়।
টেস্টের চুক্তিতে থাকতে পারেন যারা: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, খালেদ আহমেদ।
ওয়ানডের চুক্তিতে থাকতে পারেন যারা: তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।
টি-টোয়েন্টির চুক্তিতে থাকতে পারেন যারা: সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, হাসান মাহমুদ।
এনবিএস/ওডে/সি