সৌদি আরবে ১৯ জানুয়ারি মেসি-রোনালদো দ্বৈরথ

গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবল এর সফল আয়োজক হিসাবে বিশ্বকে চমক দেখিয়েছে কাতার। এবার সৌদি আরবও আরেক চমক দেখাতে যাচ্ছে। তারা মেসি বনাম রোনালদো স্বপ্নের দ্বৈরথের আয়োজন করতে যাচ্ছে। সৌদি আরবে দুই মহাতারকাকে আগামী ১৯ জানুয়ারি ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে দেখা যাবে।

রোনালদো যে ক্লাবে সই করেছেন সেই আল নাসের এবং অন্য ক্লাব আল হিলালের তারকাদের মিলিয়ে একটি দল তৈরি হবে। তারা মেসি, নেইমার, এমবাপের পিএসজির বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলবে। আগামী ১৯ জানুয়ারি রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে  খেলা হবে। এই ম্যাচের টিকিটের দাম শুরুতে ধরা হয়েছিলো ৯ লাখ ৮৫ হাজার রিয়াল (প্রায় পৌনে ৩ কোটি টাকা)। এখন তা ২ মিলিয়ন (প্রায় পাঁচ কোটি ৬০ লাখ টাকা) ছাড়িয়ে গেছে।

নিউজ পোর্টাল গোল ডটকম জানায়, বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দুই তারকার দ্বৈরথের ম্যাচের মূল্য প্রথম দিকে ২.৫ লাখ ইউরো নির্ধারণ করা হয়। টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে সেই মূল্য ৭.৫ লাখ ইউরো ছাড়িয়েছে। (যা বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৩৩০ টাকা)।

মূলত এই ম্যাচের আয়ের সমস্ত টাকা যাবে সৌদি আরবের এহসান চ্যারিটির ফান্ডে। সৌদি জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি (জিইএ) নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বাজারে টিকিট ছেড়েছে যার মূল্য ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এই ম্যাচের টিকিট দিয়ে শুধু ম্যাচ দেখা যাবে তা নয়।

খেলা শেষে দুই দলের ড্রেসিংরুমের প্রবেশ করার অনুমতিসহ বিজয়ী দলের সঙ্গে ছবি তোলার সুযোগ সহ রয়েছে গ্র্যান্ড মধ্যাহ্নভোজের আয়োজন। রিয়াদে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের জন্য ইতিমধ্যে ১৫ লাখ দর্শকের আবেদন জমা পড়েছে।

এনবিএস/ওডে/সি

news