নিজ মাঠে বরিশালের কাছে হেরে গেলো চট্টগ্রাম
চট্টগ্রামে শুরু হয়েছে বিপিএলের দ্বিতীয় পর্ব। তবে প্রথম ম্যাচে পরাজয় দিয়ে শুরু করেছে স্বাগতিকরা। বরিশালের দেওয়া ২০৩ রানের জবাবে খেলতে নেমে চট্টগ্রাম ১৭৬ রানে থেমেছে। ফলে ২৭ রানের হার দিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করলো স্বাগতিকরা।
এনামুল হক-ইব্রাহিম জাদরান-ইফতেখার আহমেদের ব্যাটিংয়ে ২০২ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে খেলতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার দারুণ শুরু করে। পাওয়ার প্লেতে ১ উইকেটের বিনিময়ে স্বাগতিকরা যোগ করে ৫৭ রান। দ্বিতীয় উইকেটে আইরিশ ব্যাটার ম্যাক্স ও’ডাউড ও উন্মুক্ত চাঁদ মিলে ৩৩ রানের জুটি গড়েন। এরপরই ছন্দপতন ঘটে। ৯ রানের মধ্যে ও’ডাউড (২৯) ও চাঁদ (১৬) বিদায় নেওয়ার পর আফিফও খুব বেশি অবদান রাখতে পারেননি।
এরপর ক্রিজে নামেন জিয়াউর রহমান। বরিশালের বোলারদের ওপর শুরু থেকেই চড়াও হন তিনি। ২৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থেকেছেন। অধিনায়ক শুভাগত ৬ বলে ১০ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৭৬ রানের বেশি করতে পারেননি চট্টগ্রাম।
বরিশালের বোলারদের মধ্যে সাকিব আল হাসান, খালেদ আহমেদ, কামরুল ইসলাম ও করিম জানাত একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাটিং করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। এদিন মেহেদী মিরাজকে প্রমোশন দিয়ে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল। দুইজন মিলে শুরুটা ভালোও করেছিলেন। ৩ ওভারে ৩৩ রান তোলার পর ওপেনিং জুটি ভাঙে মিরাজের বিদায়ে। ১২ বলে ২৪ রান করে তাইজুল ইসলামের বলে জিয়াউর রহমানের হাতে তালুবন্দি হন তিনি। সাকিব তিন নম্বরে এসে মৃত্যুঞ্জয়কে টানা দুই চার মেরে পরের বলেই বোল্ড হয়েছেন। মিরাজ-সাকিব আউট হয়ে গেলেও পাওয়ার প্লে থেকে ৫৯ রান আসে বরিশালের।
ওপেনার এনামুল হক বিজয় ২১ বলে ৩০ রানের বেশি করতে পারেননি। তার পর মাহমুদউল্লাহ রিয়াদ ও ইবরাহিম জাদরান মিলে বরিশালের ইনিংসটাকে টেনে নিয়েছেন। ৩৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেছেন জাদরান। মাহমুদউল্লাহর ব্যাট থেকেও আসে ১৭ বলে ২৫ রান। তাদের বিদায়ের পর বরিশালের হয়ে সবচেয়ে ইমপ্যাক্ট ইনিংস খেলেছেন ইফতিখার আহমেদ। ইনিংসের শেষ দুই বলে চার-ছয় মেরে দলীয় স্কোর দুইশ পার করার পাশাপাশি বিস্ফোরক ব্যাটিংয়ে হাফসেঞ্চুরিও পূরণ করেছেন। মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি ছুঁয়ে ২৬ বলে ৫ চার ও ৬ ছয়ে ৫৭ রানে অপরাজিত ছিলেন তিনি। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সাকিবের দল ২০২ রান সংগ্রহ করেছে।
এনবিএস/ওডে/সি