চট্টগ্রামের মাঠে বিপিএলে ফরচুন বরিশালের টানা দ্বিতীয় জয়
চট্টগ্রামের মাঠে টানা দ্বিতীয় জয় পেলো ফরচুন বরিশাল। শনিবার দ্বিতীয় জয়টি এসেছে শুধুই অধিনায়ক সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরমেন্সের কল্যাণে। বরিশাল ১২ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ইমরুল কায়েসের কুমিল্লা এই আসরে ৩টি ম্যাচ খেলে সবগুলোতেই হারের তেতো স্বাদ নিয়েছে। অন্যদিকে, চার ম্যাচে তৃতীয় জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে সাকিব আল হাসানের দল।
এদিন জয়ের ভাগ্য অনুকুলে আনতে একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৭৮ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হয়েছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। শুরুটাও খারাপ করেনি এই দুই ব্যাটার। তবে দলীয় ৪২ রানে রিজওয়ানের পর ৫৭ রানে লিটনও বিদায় নিলে শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় পড়ে যায় কুমিল্লা। অধিনায়ক ইমরুল কায়েস ১৫ বলে খেলেন ২৮ রানের ইনিংস।
শেষদিকে খুশদিল শাহের ২৭ বলে ৪৩ রানের ইনিংসে কুমিল্লা জয়ের স্বপ্ন দেখালেও মোসাদ্দেকের বিদায়ে যেনো তা ফিকে হয়ে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাই স্কোরিং ম্যাচে বল হাতে ৩ ওভারে মাত্র ১১ রান খরচায় সাকিব শিকার করেন চ্যাডউইক ওয়ালটনের উইকেট।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে বরিশাল। ব্যাট হাতে আবারও ঝড় তুলেছেন সাকিব। ৪৫ বল খেলে সাকিবের ৮১ রানের ঝড়ো ইনিংসেই বড় সংগ্রহ পায় ফরচুন বরিশাল। ৮টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারিতে সাজানো এই দুর্দান্ত ইনিংসের পর বল হাতেও সেরা পারফর্ম করা বিশ্ব সেরা এই অলরাউন্ডারের হাতে উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
এনবিএস/ওডে/সি