রাতে একসঙ্গে মাঠে নামবেন মেসি, নেইমার ও এমবাপ্পে

 অনেক দিন পর এক সঙ্গে তিন তারকা মেসি, নেইমার ও এমবাপ্পেকে দেখা যাবে ফ্রান্সের লিগ ওয়ানে পিএসজির হয়ে লড়াই করতে। বিশ্বকাপ শেষে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে একসঙ্গে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে ও নেইমার। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক লিওনেল মেসি চলে যান ছুটিতে। তিনি যখন পিএসজিতে যোগ দিয়েছিলেন,তখন ফরাসি তারকা এমবাপ্পে বন্ধু আশরাফ হাকিমিকে নিয়ে ছুটি কাটাতে যান নিউইয়র্কে।

সময়ের সেরা ফুটবলার মেসি, বন্ধু নেইমারের সঙ্গে মাঠে নেমেছেন এবং গোলও করেছেন। বিশ্বকাপের পর পিএসজি যে কয়টি ম্যাচ খেলেছে, তাতে এক সঙ্গে ছিলেন না মেসি, নেইমার ও এমবাপ্পে।

ছুটি কাটিয়ে গত বৃহস্পতিবার ক্লাবে যোগদিয়েছেন এমবাপ্পে। মাঠে নামার জন্য তিনিও প্রস্তুত। সমর্থকদেরও অপেক্ষার অবসান ঘটছে। বিশ্বকাপের পর প্রথমবারের মতো একসঙ্গে মাঠে নামছেন পিএসজিত্রয়ী। সব কিছু ঠিক থাকলে লিগ ওয়ানে রোববার রাতে (১৫ জানুয়ারি) রেনেইসের বিপক্ষে একসঙ্গে দেখা যাবে মেসি, নেইমার ও এমবাপ্পেকে।

গত ১৮ ডিসেম্বর দোহায় ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল মেসির আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতা আলবেসেলেস্তারা এমবাপ্পেকে ইঙ্গিত করে উদযাপনও করেছিল। বিশেষ করে দেশে ফিরে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে উদযাপনের সময় এমবাপ্পের ছবি যুক্ত একটি মূর্তি নিয়ে ব্যাঙ্গ করেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেই সময় তার পাশেই দাড়ানো ছিলেন মেসি। অনেকেই বিষয়টিকে বাড়াবাড়ি মনে করেছেন।

যেহেতু মেসির সামনে এমন করেছিলেন মার্টিনেজ, সেহেতু এমবাপ্পের সঙ্গে আর্জেন্টিনার অধিনায়কের সম্পর্কের অবনতি হওয়ার কথাও বলেছিলেন। যদিও বিশ্বকাপ শেষে পিএসজিতে ফেরার পর এমবাপ্পে ওই সব ভুলে গেছেন বলে জানিয়েছেন। বরং লিওর জন্য অপেক্ষা করছিলেন বলেও সেই সময় জানিয়েছিলেন ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। এবার ফুরিয়েছে অপেক্ষা,এখন সব ভুলে মাঠে জ্বলে ওঠার অপেক্ষায় তারা।

এনবিএস/ওডে/সি

news