অনেক লড়াই করে বেতিসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেলো বার্সেলোনা

নামের প্রতি সুবিচার করে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেলো বার্সেলোনা। তবে রিয়াল বেতিসের বিরুদ্ধে তাদের দুর্দান্ত লড়াই করতে হয়েছে। অনেক ঘাম ঝড়িয়ে ম্যাচ জিততে হয়েছে বার্সাকে। 

বদলি খেলোয়াড় হিসাবে মাঠে নামার এক মিনিটের মাথায় গোল করলেন আনসু ফাতি। আগেভাগে চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকেট নিশ্চিত করার সম্ভাবনা জাগাল বার্সেলোনা। কিন্তু শুরু থেকে উজ্জীবিত ফুটবল খেলা রিয়াল বেতিস ঘুরে দাঁড়াল দ্রুতই। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে হোঁচটের শঙ্কা উড়িয়ে দিলেন জর্দি আলবা। সব চাওয়া পূরণের উচ্ছ্বাসে ভাসল বার্সেলোনা সেনারা। 

লা লিগায় শনিবার (৭ মে) রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা। শিরোপাশূন্য মৌসুমের শেষ পর্যায়ে এসে বার্সেলোনার লক্ষ্য দুটি। চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চত করা আর চার দলের স্প্যানিশ সুপার কাপে জায়গা করে নেওয়া। প্রথমটির জন্য থাকতে হবে সেরা চারে, পরেরটির জন্য হতে হবে লিগ রানার্সআপ।

news