ভোটারদের আস্থা ফেরাতে কাজ করছে নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে যে আস্থার সঙ্কট তৈরি হয়েছে, তা ফেরাতে কাজ করে যাচ্ছে কমিশন। শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা এম,এন উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের সকল নাগরিকের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে নির্বাচন কমিশন। আগামীতে সকল দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সুষ্ঠ নির্বাচন করতে চাই কমিশন।
এসময় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান প্রমুখ উপস্থিত ছিলেন।
২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার হালনাগাদের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। এই কার্যক্রম পরিদর্শনে বিভিন্ন উপজেলা / থানায় আছেন প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার।


