যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) দেশটির সাবেক নগর ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করছে। এই তদন্তের অংশ হিসেবে এনসিএ-র গোয়েন্দারা গোপনে বাংলাদেশ সফর করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম **ডেইলি মেইল**-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিক ও তাঁর পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে প্রায় **৫ বিলিয়ন ডলার আত্মসাৎ** করার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসারে, তাঁর খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে এই প্রকল্প বাস্তবায়নের সময় রাশিয়ার সঙ্গে একটি বিতর্কিত চুক্তি হয়েছিল, যার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়।
তদন্তের অংশ হিসেবে এনসিএ জানতে পারে যে, বাংলাদেশি কর্তৃপক্ষ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন কিছু তথ্য সংগ্রহ করেছে। এর ফলে ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁর ব্যাংক হিসাব ও ই-মেইল রেকর্ড পরীক্ষা করতে পারে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে।
এনসিএ এর আগে ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ সফর করেছিল। তখন তারা শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে অর্থ পাচারের বিষয়ে তদন্তে সহায়তার প্রস্তাব দেয়। তবে লেবার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, **এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই এবং টিউলিপ সিদ্দিক অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন।**
এ বিষয়ে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এনসিএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।


