বেনাপোলে পাচঁদিন ব্যাপী আত্মকর্মসস্থানমুখি (আইজিএ) প্রশিক্ষণ কর্মশালা সম্পুন্ন
যশোর জেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে বেনাপোল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পাচঁদিন ব্যাপী আয়বর্ধক ও আত্মকর্মসস্থান মুখি (আইজিএ) ইলেক্ট্রনিক্স প্রশিক্ষণ কর্মশালার সম্পুন্ন হয়েছে।
কর্মশালায় বিভিন্ন সমিতির সদস্যসহ ২৫জন বেকার যুবক যুবতী অংশ গ্রহন করেন। উপজেলা সমবায় উপপরিদর্শক শামিম আক্তারে সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা এবি এস এম আক্কাস আলী,অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমবায় পরিদর্শক মুক্তাদি হোসেন,উপজেলা রিপোটার ক্লাবের সাধারন সম্পাদক এম এ রহিম.উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ্।
প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ পত্র সন্মা্নীসহ রিপোটার সমিতির পাক্ষে উপহার সামগ্রী বিতরন করা হয়। সমাপনী অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও গান গেয়ে শুনান সমবায় সদস্য সাংবাদিক আলী হোসেন। অদক্ষ জনশক্তি দক্ষতা অর্জনের সুদুর প্রসারি চেতনা লক্ষ্য করে মুজিব শতবর্ষের উপহার হিসাবে এ কর্ম পরিকল্পনা করা হয়। এ প্রয়াস যদি একজন মানুষেরো কল্যানে আসে তাহলে পরিবারের সদস্যরা সুফল ভোগ করবে বলে জানান সমবায় কর্মকর্তা।
সাধারণ বিদ্যুৎ ব্যাবহার,সিলিং ফ্যান,প্রেসার কুকার,রাইচ কুকার,আইরন মেশিন, সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষক ছিলেন হৃদয় হোসেন।


